How to maintain “WGP/SKE Mini DC UPS” battery good for a long time!

WGP Mini DC UPS সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করার উপায়!

১. Mini UPS টি প্রথমবার ব্যবহার করার পূর্বে বক্স থেকে আনপ্যাক করে ৬-৮ ঘন্টা চার্জে রেখে ফুল চার্জ করে তারপর ব্যবহার করা শুরু করুন।

২. WGP UPS এর সাথে অবশ্যই একটি অরিজিনাল ভালো মানের ১২ ভোল্টের ব্র্যান্ডেড এডাপ্টার ব্যবহার করা আবশ্যক।

৩. WGP UPS 5+9+12v এর হলে অবশ্যই সঠিক মানের অরিজিনাল ১২ ভোল্ট ২ থেকে ৩ অ্যাম্পিয়ারের চার্জিং এডাপ্টার ব্যবহার করতে হবে।

৪. WGP UPS 5+12+12v এর হলে অবশ্যই সঠিক মানের অরিজিনাল ১২ ভোল্ট ৩ থেকে ৫ অ্যাম্পিয়ারের চার্জিং এডাপ্টার ব্যবহার করতে হবে।

৫. SK616 UPS ব্যাবহারের ক্ষেত্রে দুইটির বেশি ডিভাইস হলে অথবা ১ অ্যাম্পিয়ারের বেশি লোড হলে অবশ্যই সঠিক মানের ১২.৭ – ১৩ ভোল্টের  ৩ থেকে ৫ অ্যাম্পিয়ারের চার্জিং এডাপ্টার ব্যবহার করতে হবে।

৬. SKE PoE432p UPS এর ক্ষেত্রে প্রথমবার ব্যাবহার করার পূর্বে সাথে দেওয়া A/C Cable এর মাধ্যমে ৬-৮ ঘন্টা চার্জে রেখে ফুল চার্জ করে ব্যবহার করা শুরু করুন।

৭. বজ্রপাত সহকারে ঝর/বৃষ্টি এর সময় অবশ্যই বিদ্যুৎ সংযোগ থেকে আপনার UPS এর পাওয়ার এডাপ্টার টি খুলে রাখুন। ততক্ষন পর্যন্ত আপনার রাউটার ও অনু UPS ব্যাকআপে ব্যবহার করুন।

৮. UPS এর ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে ব্যাটারি ক্যালিব্রেট করতে হবে।

ব্যাটারি ক্যালিব্রেট করার নিয়মঃ

  • তিন-চার মাস পর পর UPS টি পাওয়ার এডাপ্টার থেকে খুলে সম্পূর্ণ চার্জ শেষ করতে হবে যেন ১ দাগও না থাকে।
  • এর পরে রাউটার ওনু কোন কিছুতে কানেক্ট না করে একবার ফুল চার্জ করতে হবে, এতে করে ব্যাটারি ক্যালিব্রেশন সম্পূর্ণ হবে। এরপর আবার সাভাবিক নিয়মেই ব্যবহার করতে থাকুন।

উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে Mini DC UPS টি রক্ষণাবেক্ষণ করলে এর ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে ইনশা-আল্লাহ এবং আশা করা যায় এটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে।

Copyright

U.D.G – Useful Daily Gadgets